ডেস্ক রিপোর্ট: ক্রিকেট খেলা নিয়ে বিরোধে পাবনার চাটমোহরে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।
রবিবার (১৪ জুন) রাতে উপজেলার হান্ডিয়াল মধ্যপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হাবিবুর রহমান হাবিব (২৫) নামে ওই নেতার প্রাণ গেছে বলে।
নিহত হাবিব সেখানকার হান্ডিয়াল নিকেরীপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
এ ব্যাপারে স্থানীয়রা জানিয়েছে, হাবিব কয়েকজন কর্মী নিয়ে রবিবার রাতে হান্ডিয়াল বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত যুবক তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিব।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কারা জড়িত বা হত্যাকাণ্ডের কারণ কী, এখনই বলা যাচ্ছে না।