রাবি প্রতিনিধি
করানাভাইরাস সংক্রমণ রোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় রাবি উপাচার্য ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযাগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ আবাসিক হল ও অফিসসমূহ বন্ধ থাকবে।
তবে বন্ধকালীন সময় জরুরী সভাসমূহ, বিদ্যুৎ, পানি, টলিফোন, চিকিৎসা ইত্যাদি যথারীতি চালু থাকবে।