ক্যাম্পাস টুডে ডেস্কঃ চোখ দিয়ে পৃথিবীর আলো দেখতে চায় শেরপুর জেলার ঝিনাইগাতীর ব্রিজপাড় প্রতিবন্ধি স্কুলের ৫ম শ্রেণির বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ইফা খাতুন (১৩)। ইফা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের থানা রোডের ইমরান হোসেনের মেয়ে। ইফার পিতা পেশায় একজন দর্জি। ৩ ছেলে মেয়ের মধ্যে ইফা বড়।
ইভার পরিবারের সদস্যরা জানান, ইফার জন্মের ৯ দিনের মাথায় বাম চোখ সামান্য ব্যতিক্রম মনে হলেও বিষয়টি পরিবারের লোকজন আমলে নেয়নি। ইফার বয়স যখন ৬ মাস তখন তার চোখে ছানি দেখা দেয়। এরপর সাধ্যমত চিকিৎসা সেবা দেওয়ার পরেও বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বাম চোখটি একেবারেই অকেজো হয়ে পড়ে। পরবর্তীতে ডান চোখের সমস্যা দেখা দেয়। ইফার অস্বচ্ছল বাবা-মা তাদের আদরের সন্তানের অন্য চোখটি বাচাঁতে বড় বড় ডাক্তার দেখান। ইফাকে চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার বর্তমানে সবর্শান্ত।
আরও জানা যায়, ইফা বতর্মানে বাংলাদেশ ইসলামিয়া চক্ষু হাসপাতালের রেটিনা বিভাগের প্রধান ডা: মমিনুল ইসলামের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের পরামর্শ মতে অনেক পাওয়ারের চশমা পড়েও কাজ হচ্ছেনা। এর জন্য প্রতি মাসে ঢাকায় নিয়ে ডান চোখটি ওয়াস করা, ঔষধ ও যাতায়াতসহ খরচ হয় প্রায় ৫ হাজার টাকা। এছাড়া সারা মাসে ড্রপ ও ঔষধ বাবদ খরচ হয় প্রায় ৫ হাজার টাকা। সব মিলিয়ে মাসে প্রায় ১০ হাজার টাকা চিকিৎসা বাবদ খরচ যোগাতে হয় ইফার বাবা-মাকে।
ইফার বাবা চিকিৎসকের বরাত দিয়ে জানান, আগামী ৬ মাস একই প্রক্রিয়াতে ইফার চিকিৎসা চলবে। এতে ইফার সামান্য ভাল থাকা ডান চোখটির যদি উন্নতি দেখা না দেয়, সেক্ষেত্রে ইফাকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে ভাল করা যেতে পারে। এ অবস্থায় ইফার বাবা-মা তার চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে।
ইবির শিক্ষক ড. তপন রায়ের প্রথম কাব্যগ্রন্থ ‘শিহরণের শব্দ’ প্রকাশিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ লাইনের একটি বিজ্ঞপ্তিতে ২২ ভুল
স্কুলছাত্রী ইফা জানান, এ সুন্দর পৃথিবীকে আমি দেখতে চাই। আমি আপনাদের মাঝে বাঁচতে চাই। তাই এই প্রতিনিধির মাধ্যমে দেশ-বিদেশের সকলের কাছে আমার বাকি ১টি চোখের আলো ধরে রাখতে সকলের কাছে সহযোগীতা চাই।
ইফার বাবা ইমরান হোসেন জানান, আমার মেয়ের চিকিৎসার খরচ যোগান দিতে গিয়ে আমি সর্বশান্ত। তার পড়েও মেয়েটিকে ভাল করতে পারছিনা। এতদিন এক চোখে কোন রকমে দেখতে পেতো, সেটার আলোও দিনদিন কমে আসছে। তার অনাগত ভবিষ্যৎ নিয়ে আমি দিশেহারা। তাই আমার মেয়ের চোখের আলো ধরে রাখতে সমাজের অর্থবান ও বিত্তবানদের কাছে সহযোগীতার হাত বাড়িয়েছি। যদি কেউ ইফার চিকিৎসা বাবদ সহযোগীতা করতে চান, তাহলে ০১৪০৫-৪৬৯৯৬১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি।