পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

News Editor Avatar

ক্যাটাগরি : ,

জাতীয় টুডেঃ খাদ্যমন্ত্রী পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানেন তিনি।১৭ নভেম্বর রোববার খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৈঠকে মালিকরা পেঁয়াজের দাম কমানোর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘পেঁয়াজ না খেলে কী হয়? মালিকরা উত্তর বলে, পেঁয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে। পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারব।’ এ সময় সভায় উপস্থিত সবাই মন্ত্রীর ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রী হাস্যরস করে তার বাসায় আসতে বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ” পেঁয়াজের দামের মতো চালের দাম নিয়েও যেন কোনো সমস্যা না হয়, সহনীয় বাজার যেন অস্বাভাবিক পর্যায়ে চলে না যায়। চালের দাম কম থাকলেও আমাদের গোষ্ঠী উদ্ধার করা হয়, বাড়লেও গোষ্ঠী উদ্ধার করা হয়। বাজার সহনীয় রাখতে হবে। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।”

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds