ক্যাম্পাস টুডে ডেস্কঃ আজ রবিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল গুচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এই দিন (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে।
জানা যায়, প্রথম ধাপের ভর্তির জন্য আজ ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) প্রথম ৩ হাজার ৮০ জনকে এবং ‘খ’ গ্রুপে ( ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) প্রথম ১০০ জনকে ভর্তির জন্য আহ্বান জানানো হয়েছে।
গুচ্ছের ভর্তি : জবিতে আবেদন ৪০ হাজার, আসনপ্রতি লড়বে ১৪ জন
এদিকে আসন ফাঁকা থাকার সাপেক্ষে দ্বিতীয় ধাপের ভর্তির জন্য মেধা তালিকার ক্রম আগামীকাল ৬ ডিসেম্বর (সোমবার) রাতে প্রকাশ করা হবে বলে জানা গেছে।