শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন

প্রথমবারের মতো জাতীয় পতাকার আদলে বর্ণিল আলোকসজ্জায় ‘সংসদ’

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২.১০ এএম

জাতীয় টুডেঃ মহান বিজয় দিবসকে স্মরণ করে জাতীয় সংসদ জাতীয় পতাকার আদলে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে সংসদের দক্ষিণ প্লাজা।

প্রতিবছরের মতো এবারও গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে আলোকসজ্জার উদ্যোগ নেয়া হলেও এবারই প্রথম থিমেটিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরাই ছিল আলোকসজ্জার মূল থিম।

এ বিষয়ে সমীরণ মিস্ত্রী জানান, “সংসদ ভবনে জাতীয় পতাকার রঙে লাল ও সবুজ রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। দুদিন ধরে থাকবে এ আলোকসজ্জা।এদিকে উপ-বিভাগীয় প্রকৌশলী ফরহাদ হোসেন আজাদ জানান, পুরো সংসদ ভবন এলাকায় এ আলোকসজ্জা করা হয়েছে।”

তাছাড়া দক্ষিণ প্লাজা জাতীয় পতাকার আদলে সাজানো ছাড়াও সাতজন বীর শ্রেষ্ঠের স্মরণে সাতটি সার্ফপি লাইট স্থাপন করা হয়েছে।এদিকে জাতীয় সংসদ ভবন এলাকার এই আলোকসজ্জা দেখতে আজ রবিবার সন্ধ্যা থেকেই সংসদ এলাকায় দর্শণার্থীদের ভীর লক্ষ্য করা গেছে। নানা বয়সের মানুষ এসেছে এই লাইটিং দেখতে। সঙ্গে ছবি তোলা, সেলফি তো রয়েছেই।

এছাড়া সংসদ ভবন মাঠের দু’পাশে দু’টি ভাস্কর্যের প্রতিচ্ছবি স্থাপন করা হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today