আরমান তামিম, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে প্রভাষক পদে নিয়োগ পেলেন ইংরেজী বিভাগের সাবেক দুই শিক্ষার্থী৷ তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ফাহিমা ইয়াসমিন এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা বোস৷
জানা যায়, ফাহিমা ইয়াসমিনের বাসা বরিশাল জেলার রুপাতলী এলাকায়৷তিনি এসএসসি ও এইচএসসি পাশ করেন ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে৷ পরে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ সেশনের শিক্ষার্থী হিসাবে ইংরেজী বিভাগ থেকে স্নাতক এবং ২০১৫-১৬ সেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন৷ কর্মজীবনে এর আগে তিনি বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষকতা করেছেন৷
অপরদিকে প্রজ্ঞা পারমিতা বোস বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী৷ তিনি ২০১২-১৩ সেশনে স্নাতক এবং ২০১৬-১৭ সেশনে স্নাতকত্তোর সম্পন্ন করেন ইংরেজী বিভাগ থেকে৷ এছাড়াও কর্মজীবনে তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (BAUST)বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন৷
এ বিষয়ে সদ্য প্রভাষক ফাহিমা ইয়াসমিন বলেন, শুকরিয়া, বিষয়টি অতি আনন্দের৷ নিজের ক্যাম্পাসে নিজের ডিপার্টমেন্টে কর্মজীবন শুরূ করবো এটা আমার স্বপ্ন ছিল৷ এ সাফল্যের পিছনে বিশেষ কৃতজ্ঞতা আমার বাবা, মা শিক্ষকদের প্রতি৷তাদের সঠিক দিকনির্দেশনায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি৷ ভবিষ্যৎে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে ভালো করতে পারে সে দিকে আমি বিশেষ খেয়াল রাখবো৷
এ বিষয়ে ইংরেজী বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাহিদ আকন্দ বলেন,বরিশাল বিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই৷ বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ইংরেজী বিভাগের পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রভাষক পদে সুযোগ দিলে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি৷
উল্লেখ্য,আজ ৫ই জুলাই তারা বিশাববিদ্যালয়ের ইংরেজী বিভাগে প্রভাষক পদে যোগদান করেন৷