প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৭২ মেধাবী শিক্ষার্থী

ক্যাম্পাস টুডে ডেস্ক


২০১৮ সালে প্রকাশিত ফলের ওপর ভিত্তি করে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২জন শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ইউজিসির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।



দেখুনঃ মনোনীত শিক্ষার্থীদের তালিকা



১৭২ জন কৃতি শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। এ পদকে মনোনীত ১৭২জন শিক্ষার্থীর মধ্যে ৮৪ ছাত্র ও ৮৮ জন ছাত্রী। মধ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২জন শিক্ষার্থী রয়েছেন।

দেশের বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অধিক মনোনিবেশ এবং ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০০৫ প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান শুরু হয়।

Scroll to Top