বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৫০ অপরাহ্ন

প্রশাসক হওয়ার আগে বড় পরিচয় আমি একজন শিক্ষক: নোবিপ্রবি উপাচার্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ৫.৪৩ পিএম

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. দিদার-উল- আলম আজ মঙ্গলবার কৃষি বিভাগের শিক্ষার্থীদের পাঠদান করান।

এসময় তিনি বলেন আমি প্রশাসক হওয়ার আগে বড় পরিচয় একজন শিক্ষক। সুযোগ পেলেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিবো। মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত যেকোন বিষয় আমি সুযোগ পেলেই পড়াবো।

উপাচার্যকে হঠাৎ ক্লাসে দেখে শিক্ষার্থীরা বরবাবরই অবাক হন। তিনি কৃষি বিভাগের ৮ ম ব্যাচের সেচ ও নিষ্কাশন এর উপর আলোচনা করেন।

শিক্ষার্থীরা বলেন, স্যারকে আমরা এতোদিন প্রশাসক হিসেবে পেয়েছি এখন শিক্ষক হিসেবে পেয়েছি এটা আমাদের বড়ই সৌভাগ্যের ব্যাপার।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ভিসি হিসেবে যোগদানের পর এই প্রথম কোন বিভাগে ক্লাস নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন থেকে ১৯৯০ সালে প্লান্ট অ্যান্ড সয়েল সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের গবেষক হিসেবেও কাজ করেছেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today