ফখরুলের মন্তব্য, ‘সরকার পাকিস্তানি নির্যাতনকে ছাড়িয়ে গেছে।’

News Editor Avatar

ক্যাটাগরি : ,

জাতীয় টুডেঃ- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন বর্তমান সরকার পাকিস্তানি নির্যাতনকে ছাড়িয়ে গেছে।৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে তরিকুল ইসলামের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।’তরিকুল ইসলাম স্মৃতি সংসদ’ অনুষ্ঠানটি আয়োজন করে ।

মির্জা ফখরুল বলেছেন, “গণতন্ত্র ও বিরোধী রাজনীতিকে ধ্বংস করার জন্য সরকার সর্বশক্তি নিয়োগ করেছে।এই সরকার ২৬ লাখ মানুষকে আসামি করেছে। অসংখ্য মানুষকে গুম করেছে। তারা হাজারের অধিক মানুষকে পঙ্গু করেছে। সর্বশেষে ২৯ ডিসেম্বর রাতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছে। এখন দেশজুড়ে যে নির্যাতন-নিপীড়ন, সেটা অনেক সময় মনে হয় একাত্তরে পাকিস্তানির নির্যাতনকেও ছাড়িয়ে গেছে।”

তিনি আরো বলেন, “সরকার সচেতনভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। তারা এই দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়।”

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet