রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:৫২ অপরাহ্ন

ফরম পূরণের টাকায় ১০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৭.২৩ পিএম

আরাফাত হোসেন


করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের অঘোষিত লকডাউন চলছে সারাদেশে। এতে করে দিন মজুররা পড়েছে বিপাকে। নিত্যদিনের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারগুলো।

করোনাকালে বরিশালে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সরকারি বি.এম. কলেজর মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী হেমায়েত আদনান।

আজ বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ১০ টি পরিবারের মধ্যে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। প্রতিটি পরিবারকে ২.৫ কেজি চাল, ১ কেজি আলু, ০.৫ কেজি তেল, ০.৫ কেজি ডাল ও ১ হালি ডিম প্রদান করা হয়।

হেমায়েত আদনান জানান, মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের জন্য কিছু টাকা জমিয়ে ছিলাম। দেশের এই দুর্যোগকালে জমানো টাকায় নিজের সাধ্যমত আশেপাশের অসহায়, বিধবা ও সমস্যা জর্জরিত মানুষের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও জানান, আমিও নিম্ন মধ্যবিত্ত এক পরিবারের সন্তান। এই জাতীয় দুর্যোগের সময়ে গরীবের পাশে থাকার ছোট এক উপহার।

এসময় আদনান অন্যদেরকে সাধ্যমতো হতদরিদ্রদের সহযোগিতার আহ্বান জানান।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today