ফিচার প্রকাশ ও আয়ের সুযোগ দিচ্ছে ‘দ্য ক্যাম্পাস টুডে’

ফিচার প্রকাশ ও আয়ের সুযোগ দিছে ক্যাম্পাস ভিত্তিক অনলাইন নিউজপেপারে ‘দ্য ক্যাম্পাস টুডে’

বৈশিষ্ট্য ও শর্তাবলীঃ

১) যেকোন বিষয়ের উপর ফিচার লিখতে পারেন।
২) ফিচারের জন্য শব্দের কোন সীমাবদ্ধতা নেই।
৩) প্রত্যকে মাসে একজন সেরা ফিচার লেখক মনোনীত হবেন।
৩.ক) ‘দ্য ক্যাম্পাস টুডে’ প্রকাশিত যে ফিচারটি সর্বাধিক পঠিত হবে; সেই ফিচারটি মাস সেরা ফিচার এবং লেখক হবেন মাস সেরা ফিচার লেখক।
৩.খ) সেরা ফিচার এবং সেরা লেখক নির্ধারণ করবে ‘দ্য ক্যাম্পাস টুডে’ কতৃপক্ষ।
৪) মাস সেরা ফিচার লেখক পাবেন ‘দ্য ক্যাম্পাস টুডে’ পক্ষ থেকে ৩০০ টাকার বিকাশ পেমেন্ট।
৫) লেখা পাঠানোর সময় আপনার পূর্ণাঙ্গ ঠিকানা, বিকাশ নাম্বার দিবেন।
৬) লেখা পাঠানোর ঠিকানাঃ desk.campustoday@gmail.com
মোবাইল: 01521547797

ধন্যবাদসহ
‘দ্য ক্যাম্পাস টুডে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *