বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় ইবির আরেক শিক্ষার্থী বহিস্কার

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি :

ক্যাম্পাস টুডে ডেস্কঃ

জাতির পিতাকে নিয়ে কটূক্তি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরেক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আশিকুল ইসলাম পাটোয়ারি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। এছাড়াও আশিকুল ইসলাম পাটোয়ারি নামের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর কর্মী বলে জানা গেছে

বুধবার (৮ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসে তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারকে ব্যবসা এবং বঙ্গবন্ধুকে ফেরেশতারূপে হাজির করা হয়েছে বলে ব্যাঙ্গ বিদ্রূপ করেন। এ ঘটনায় আশিকুলকে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া গত মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারকে ‘পুরানো কাসুন্দি ঘাটা’ বলায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী তানজিদা সুলতানা ছন্দকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet