ক্যাম্পাস টুডে ডেস্ক
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর ইতিহাস বিকৃতির হাত থেকে জাতি কিছুটা রক্ষা পেয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ব্রেইল সংস্করণ উন্মোচন করে তিনি একথা বলেন।
বুধবার সকালে মন্ত্রিপরিষদের বৈঠকের আগে গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সাথে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছিলো বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মাধ্যমে এবার দৃষ্টিপ্রতিবন্ধীরাও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগ পাবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বইটি প্রকাশ করা হয়। এটি সব লাইব্রেরিতে সংরক্ষণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
সংবাদটি শেয়ার করুন