ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কেক কাটা হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ) এ আয়োজন করেন হল কর্তৃপক্ষ।
জানা যায়, সকাল ১০টায় জাতীয় উত্তোলন করা করা হয়। পতাকা উত্তলোন শেষে বঙ্গবন্ধুর স্মরণে শ্বাশত মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হল কর্তৃপক্ষ। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হল প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু হল প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরেফিনসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত, শাহজালাল ইসলাম সোহাগ প্রমুখ।
এছাড়া বিভিন্ন হল কর্তৃপক্ষ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করেন।