আল- ফাহাদ, বশেফমুবিপ্রবি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
১৭ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপাচার্য বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিনের কেক কাটেন এবং উপস্থিত শিক্ষার্থীদের কেক ও মিষ্টিমুখ করান।
এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে তে ‘বঙ্গবন্ধু কর্নার’এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
এছাড়াও উপলক্ষে পূর্ব ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড়ে বৃক্ষরোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আনোয়ার হোসেন, উপ – রেজিস্ট্রার মহিউদ্দিন মোল্লা, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শাহজালাল, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক এস এম ইউসূফ আলী প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের শিক্ষক সৈয়দ আরিফুল হক বলেন-‘ বিগত ৪ঠা ফেব্রুয়ারি একটি আমের চারাগাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এর ধারাবাহিকতায় আজ (১৭ মার্চ) ক্যাম্পাসে ১০০ টি বিভিন্ন ফলদ বৃক্ষরোপন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে বশেফমুবিপ্রবিতে সহস্রাধিক বৃক্ষরোপণ করা হবে বলে জানান তিনি।