‘বঙ্গবন্ধু রেল সেতু’ হবে যমুনায়

News Editor Avatar

ক্যাটাগরি : ,

জাতীয় টুডেঃ যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার, বলেছেন রেলমন্ত্রী নুরুল হক সুজন।

নির্মাণ কাজ শুরুর চার বছরের মধ্যে সেতুর কাজ শেষ হবে।তিনি ৫ নভেম্বর মঙ্গলবার সকালে টাঙ্গাইলে যমুনা নদীর পূর্ব পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘ সেতুর নির্মাণ কাজ দুই ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পূর্ব অংশে। আর অপর ভাগ হবে পশ্চিম অংশে। ইতোমধ্যে টেন্ডার পক্রিয়া শেষ হয়ে গেছে। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানি প্রথম হবে তারাই এই রেল সেতুর নির্মাণ কাজ করবে।’

আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে সেতুতে নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, শহীদুল ইসলাম (টাঙ্গাইলের জেলা প্রশাসক ), সঞ্জিত কুমার রায় (পুলিশ সুপার) সহ রেলওয়ে বিভাগের কর্মকর্তারা।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds