ক্যাম্পাস টুডে ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক শহীদুল্লাহ শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার করোনা পরীক্ষা করালে তার শরীরে করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, শহীদুল্লাহ শিকদার হাসপাতালের চর্ম বিভাগের চেয়ারম্যান ও প্রাক্তন উপ-উপাচার্য। করোনা পরীক্ষা করালে তার ফলাফল পজিটিভ আসে। শহীদুল্লাহ শিকদারের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জানা গেছে, করোনায় শনাক্ত হওয়ার আগে শহীদুল্লাহ শিকদার বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং তার সহকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।