আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি: সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় গৃহহীন, সহায়-সম্বলহীন বন্যার্তদের সহযোগিতা করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ত্রাণ সংগ্রহ লক্ষাধিক টাকা ছাড়িয়েছে। এখন পর্যন্ত পবিপ্রবির সংগ্রহে রয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮ টাকা।
গত ১৬ জুন প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে বন্যায় কবলিত অসহায়,গৃহহীন, সহায়-সম্বলহীন বন্যার্তদের সহযোগিতার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অনুদান সংগ্রহ শুরু করে।
উক্ত কাজে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী, জালালাবাদ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনের সার্বিক সহযোগিতায় গঠিত নির্ধারিত টিম প্রতি সেশন এবং হল ভিত্তিক অনুদান সংগ্রহ করে। চেষ্টা করা হচ্ছে পবিপ্রবি থেকে খুব বড় একটি এমাউন্ট সংগ্রহ করে অতিদ্রুত সর্বোচ্চ সংখ্যক বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে যাওয়ার।
এই মহাদুর্যোগে কেউ ত্রাণ পাঠাতে যোগাযোগ করতে পারেন-
১। বিকাশঃ 01783630783 (Personal)
শেখ মোঃ খায়রুল ইসলাম,
সভাপতি,
জালালাবাদ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পবিপ্রবি।
২। নগদঃ 01717919805
আহসান জিম,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, পবিপ্রবি।
৩। রকেটঃ 016241960905
আশিক ইশতিয়াক ইমন,
সহ সাংগঠনিক সম্পাদক,
জালালাবাদ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পবিপ্রবি।