ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের স্বশরীরে ক্লাস আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম৷ বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রক্টর বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম স্বশরীরে শুরু হবে। এদিন বিভাগগুলো স্ব স্ব তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন করবে। পরবর্তীতে কেন্দ্রীয় ভাবে তাদের ওরিয়েন্টেশন হবে।