ববি প্রতিনিধি: রাষ্ট্রযন্ত্রে যখন ঘুন ধরে যায়, রাজনীতির নির্দয় নির্যাতনের কথা যখন কেউ স্বল্পমূল্যে কিংবা সহজ কথায় তুলে ধরতে ব্যর্থ হয়।
পুঁজিবাদের মারপ্যাঁচ কিংবা রাষ্ট্রের ছলনা,ধর্ষিতার চিৎকার -প্রেমিকের বেদনা, ক্ষুধার্তের আহাজারি, আমলাদের ভন্ডামি, ধর্মের অপব্যবহার যখন হরহামেশার ঘটনা।
নিদারুণ নিষ্ঠুর পরিগ্রহে থেকেও যখন সাধারণ মানুষ প্রতিবাদের সাহস পায় না। একজন কবিই তখন পারে এ সকল কিছুকে শব্দ ভেলকিতে জাগিয়ে তুলতে।
সময়ের এই আলোচিত বিষয়গুলোকে নিয়ে সাহসী কলমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হালদার হাসিব বুনেছেন তার নতুন কাব্যগ্রন্থ ‘ স্বীকারোক্তির নির্বাসন’
২৭ টি কবিতা সম্পন্ন বইটির সম্পাদনায় ছিলেন মাহাদি আনাম। ঘাসফুল পাবলিকেশন এর ব্যানারে প্রচ্ছদ বানিয়েছেন শামীম আরেফীন।
২০২১ গ্রন্থমেলায় ২২৯ নং স্টলে পাওয়া যাবে বইটি এছাড়াও রকমারি ডটকম সহ অন্যান্য অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে। বইয়ের মলাট মূল্য ১৪০ টাকা।
দ্বীপ জেলা ভোলাতে জন্ম নেওয়া হাসিবের শিক্ষা জীবন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) চলমান হলেও বাংলা সাহিত্য তার চিন্তা ও মননে।
আমরন লিখে যেতে চান অন্যায়ের বিরুদ্ধে। এর পূর্বেও লিখেছেন ‘প্ল্যাকার্ড হাতে বিক্ষোভের সংসার'(ই-বুক), সম্পাদনা করেছেন কাব্যালয় নামক কবিতা গ্রন্থ।
এই কাব্যগ্রন্থ নিয়ে পাঠকদের উদ্দেশ্যে কবি হাসিব বলেন’ স্বীকারোক্তির নির্বাসন -শুধু মাত্র কবির নয়,এখানে কবি নিজে শোষক হয়ে সমাজের প্রতিটা মৌলিক শাখাকে নিগূঢ়ভাবে তুলে আনার চেষ্টা করেছেন।অর্থাৎ ক্ষুধার্থ আত্মা থেকে শুরু রাষ্ট্রীয় খোদার ভণ্ডামি সব ভেলকিবাজি তুলে আনার দুঃসাহস দেখানো হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে পাঠকরা বইটা পড়লে সহজভাবেই নিজেকে বইয়ের সাথে সংযুক্ত করতে পারবে বলে আশারাখি।’