সোমবার, ০৫ জুন ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৫.৫৫ পিএম

মাসুম, ববি প্রতিনিধি


প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামীকাল মঙ্গলবার ১৭ই মার্চ থেকে ৩১ই মার্চ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ক্লাস, পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে আগামী বুধবার (১৮ই মার্চে) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ১৮ই মার্চ থেকে ৩১ই মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হল। এই সময়ে কেউ হলে অবস্থান করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের পরে এমন ঘোষণা দিল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today