বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবির ১৩তম ব্যাচের ‘র‍্যাগ ডে’ উদযাপন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

হাবিপ্রবি টুডেঃ আনন্দ-উচ্ছ্বাস ও বিয়োগবিধুর ক্ষণের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৩ তম ব্যাচের র‍্যাগ ডে উৎযাপিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালক মোঃ আব্দুল মোমিন শেখ ও ড. হাসানুর রহমান। দিবসটি উপলক্ষে স্মৃতি স্তম্ভ, র‍্যালি, আলোচনা সভা, রং খেলা ও ফটোসেশান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এছাড়াও সন্ধা ৭টা থেকে টিএসসি চত্ত্বরে গ্রান্ড কনসার্টে সন্ধা মাতিয়ে রাখেন ব্যাচের শিক্ষার্থীরা। বর্ণীল আতশবাজি ও ফানুস উড়ানো হয় এই পর্বে । গ্রান্ড ডিনারের মাধ্যমে র‍্যাগ ডের পরিসমাপ্তি ঘটে। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের হাবিপ্রবি প্রতিনিধি মোঃ তানভির আহমেদ।



 

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds