রবিবার, ১১ জুন ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবিতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, ৪ শিক্ষার্থীর স্কলারশিপ অর্জন

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১২.৩৫ এএম
বশেমুরবিপ্রবিতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

ক্যাম্পাস টুডে ডেস্কঃ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসী বিভাগে “উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও মতবিনিময়” শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবন ২০৩ নং কক্ষে ফার্মেসী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং বিভাগের অন্যান্য শিক্ষক মহোদয় উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে স্বশরীরে ও অনলাইনে যুক্ত ছিলেন সম্প্রতি বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়া ফার্মেসী বিভাগের ৪ শিক্ষার্থী।

তারা হলেন, Martin Luther University Halle Wittenberg, Germany তে অধ্যায়নরত বিলকিস খানম, Miami University,USA তে মনোনিত হয়েছেন এস এম হাফিজ হাসান, Chungnam National University, South Korea তে অধ্যায়নরত আছেন রাজীব হোসাইন এবং University of Wollongong, Australia তে মনোনিত হয়েছেন ৪। শবনম শারমিন সুহি।

সেমিনারে উচ্চশিক্ষার রোডম্যাপ ও প্রস্তুতি গ্রহণে শিক্ষার্থীদের করনীয় বিষয়াবলী আলোচনা করা হয়।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today