বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী গণধর্ষণের বিচারের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন, প্রতিবাদ এখন আর শুধু স্লোগানে স্লোগানে নয় ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, দেয়ালে এমনকি প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়েছে রাস্তা জুড়ে।
এ গ্রাফিতিগুলো ধর্ষণের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। এ গ্রাফিতির মাধ্যমে জোরদার হচ্ছে ধর্ষকের বিচারের দাবি।
গ্রাফিতিগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন বিল্ডিং কিংবা বারান্দার দেয়ালে শোভা পাচ্ছে। রং-তুলিতে এমন প্রতিবাদ আন্দোলনে এনেছে ভিন্নমাত্রা। শিক্ষার্থীদের এমন প্রতিবাদী গ্রাফিতি শোভা পাচ্ছে ঘোনাপাড়া ঢাকা-খুলনা মহাসড়কেও।
আন্দোলনে এ ভিন্নমাত্রা আনতে গ্রাফিতি এঁকেছেন
মৎস এবং সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের রিফাত আহম্মেদ, হাসানুজ্জামান, সন্তু বিশ্বাস, রাসেদুল ইসলাম, জোতি বর্মন, মেহেদি হাসান, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাঞ্জিদা সাফিন কৃষি বিভাগের সানজানা রহমান, হাসান উল্লাহ , সমাজ বিজ্ঞানের গোলাম রব্বানী সহ কয়েকজন শিক্ষার্থী।
এদের মধ্যে গ্রাফিতির আর্টিস্ট পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাঞ্জিদা সাফিন বলেন, অনেক সময় আন্দোলনের ভাষা দূরে যারা আছে তাদের কান পর্যন্ত পৌঁছায় না, তখন ছোট্ট একটা রং-তুলির চিত্রকর্ম/শিল্প তাদের চোখকে আকৃষ্ট করে।
গ্রাফিতির আর্টিস্ট মৎস্য এবং সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের আরেক শিক্ষার্থী রিফাত আহম্মেদ জানান, আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ধর্ষক এবং তাদের সমর্থনকারী মহলের রাম দায়ের আঘাতের প্রতিবাদ আমরা আমাদের এ দেয়াল চিত্রের মাধ্যমে করছি।