বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ শে মার্চ ) বেলা সাড়ে ১১টায় লোক প্রশাসন বিভাগের ক্লাস রুমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়। এতে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক টি এন সোনিয়া আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো হাসেম রেজা, মো নাসির উদ্দিন ও প্রভাষক আয়েশা সিদ্দিকা।
এসময় লোক প্রশাসন বিভাগের সভাপতি টি এন সোনিয়া আজাদ বলেন, “নতুন শিক্ষার্থীদের জন্য শুভকামনা। আমি মনে করি বিভাগের নতুন শিক্ষার্থীরা ও বিগত দিনের মতো বিভাগের সুনাম বয়ে আনবে সেই সাথে সাথে তাদের মানসিক ও মেধা বিকাশ যেনো পরিপূর্ণতা পায় সে বিষয়ে আমাদের বিভাগ পূর্বের ন্যায় যত্নশীল হবে নবাগতদের প্রতি। নতুনরা এই বিভাগ থেকে, এই বিশ্ববিদ্যালয় থেকে “। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বিভাগ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে পূর্ন একটা ধারণা দিতে যা তাদের ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় জীবনে চলতে সহায়তা করে।”