বশেমুরবিপ্রবির ছাত্র উপদেষ্টা আব্দুর রহিমের পদত্যাগ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্র উপদেষ্টা রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড.মো. আব্দুর রহিম খান পদত্যাগ করেছেন।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো.শাহজাহান জানান, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ (সোমবার) পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। নতুন কোন ছাত্র উপদেষ্টা দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,”আমরা কোন পদ ফাঁকা রাখবো না, আগামীকালের (মঙ্গলবার) ভিতরে নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে একজনকে দায়িত্ব দিয়ে দিব।”

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds