শাফিউল কায়েস: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গুচ্ছের ভর্তির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিটে ভর্তির বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুব দ্য ক্যাম্পাস টুডেকে এ তথ্য জানিয়েছেন।
দেশের ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৬তম বশেমুরবিপ্রবি
BSMSRSTU Admission Circular: বশেমুরবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
বশেমুরবিপ্রবি উপাচার্য বলেন, আগামী সপ্তাহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। ভর্তির বিজ্ঞপ্তির সকল প্রক্রিয়া মোটামুটি সম্পন্ন।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর থেকে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়।