বশেমুরবিপ্রবি: আন্দোলন অব্যাহত,অসুস্থ আরও এক শিক্ষার্থী
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে টানা ১৩ দিনের মতো আন্দোলন করছে বিভাগটির শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দা মৌমিতা আক্তার এনি। তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করলে, তার প্রতিবাদে অনুমোদনের দাবিতে ১৩তম দিনের মতো আন্দোলন করছে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। এ পর্যন্ত চারজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।বশেমুরবিপ্রবি