বশেমুরবিপ্রবি প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯ টি কম্পিউটার চুরির ঘটনায় কম্পিউটার পরিবহনকারী ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের ইমরান নামক ওই ট্রাক ড্রাইভারকে আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান(মামলার তদন্ত-কর্মকর্তা) আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,” যে ট্রাকে করে কম্পিউটার গুলি ঢাকায় নেয়া হয়েছিলো তাকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আমরা এখনি কোন তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করতে পারছি না। ”
প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক মামলা করা হলে এর আগে ঢাকা ও গোপালগঞ্জ এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ মোট সাত জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।