বশেমুরবিপ্রবি খুলনা জেলা সমিতির নেতৃত্বে আহনাফ-আতিকুর

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
ছবি: সভাপতি আহনাফ আলিফ (বামে) এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান (ডানে)

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) খুলনা জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আহনাফ আলিফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান।

সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড.মোঃ শাহজাহান। অন্যান্য উপদেষ্টা হিসেবে রয়েছেন ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক শামস আরা খান, নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী এস.এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম গোলাম হায়দার, কৃষি বিভাগের প্রভাষক অভিজিৎ বিশ্বাস, এবং সদস্য হিসেবে রয়েছেন খুলনা জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সম্রাট বিশ্বাস।

সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, “বশেমুরবিপ্রবিতে খুলনার শিক্ষার্থীদের আবেগের সংগঠন খুলনা জেলা সমিতির সকল শিক্ষার্থীরা তাদের মেধা, মনন, পরিশ্রম দিয়ে এই সংগঠনকে রোল মডেলে পরিনত করতে চাই। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কর্মকান্ড, মাধক বিরোধী কর্মকান্ড এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করবে। সকলের একান্ত দিকনির্দেশনা ও সহযোগিতা কামনি করছি।”

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds