বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কাজী মশিউর রহমান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় স্বাক্ষরিত এক অফিস আদেশে কাজী মশিউরকে ছাত্র উপদেষ্টার দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো.শাহজাহান জানান, "গতকাল (সোমবার) সাবেক ছাত্র উপদেষ্টা ব্যক্তিগত কারণ দেখিয়ে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড.মো. আব্দুর রহিম খান পদত্যাগ করেন। পদ ফাঁকা সাপেক্ষে নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, সোমবার (১৪ অক্টোবর) সাবেক ছাত্র উপদেষ্টা রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড.মো. আব্দুর রহিম খান পদত্যাগ করেছেন।
দ্য ক্যাম্পাস টুডে।