বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির ২০২৩-২৪ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান জায়েদ এবং সাধারণ সম্পাদক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী ওবায়দুল্লাহ মনোনীত হয়েছেন।
সোমবার (২৭ মার্চ) সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে মেন্টর হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদাউস, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাসেম রেজা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অহনা মজুমদার এবং ফুড এন্ড এগ্রোপ্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রগতি বাকশি।
এছাড়াও এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাকিবুজ্জামান সরকার বিক্ষোভ ও মো. আনোয়ার হোসেন ধ্রুব; যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন হাসিব ও মোস্তাফিজুর রহমান মিম; সাংগঠনিক সম্পাদক মিঠু পাল, আজমির হক মিশন ও ইরফান কবির; কোষাধ্যক্ষ প্রিয়জেত সাহা প্রান্ত ও ফাহিম ভূঁইয়া; অফিস সেক্রেটারি নাঈম তালুকদার ও এনাম তালুকদার; পাবলিকেশন ও কমিউনিকেশন সেক্রেটারি রিফাতুল ইসলাম ও শায়লা রেশমি; হিউম্যান রিসোর্স সেক্রেটারি শাফনিন ও নাফিস খান এবং কার্যনির্বাহী সদস্য পুষ্পিতা রঞ্জন, লুহানুর লিমন ও জুবায়ের আহমেদ দুর্জয়।
নয়া সভাপতি মাহমুদুল হাসান জায়েদ জানান, যারা আমাকে সভাপতি পদের জন্য যোগ্য মনে করেছেন তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য থাকবে কমিটির সবাইকে নিয়ে সোসাইটিকে আরোও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিক সোসাইটির নাম বরাবরের মতো উজ্জ্বল রাখা।
কমিটির সবাইকে অভিনন্দন থাকবে।