বশেমুরবিপ্রবি: ‘ভর্তির রেজাল্ট ১৩ নভেম্বর, এমন তথ্য জানায়নি জনসংযোগ দপ্তর’

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,

বশেমুরবিপ্রবি টুডেঃ জনসংযোগ দপ্তর থেকে ভর্তি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে কোনরূপ তথ্য জানানো হয়নি। অনেকে ফেসবুকে ভর্তি পরীক্ষার রেজাল্টের সময় উল্লেখ করে তথ্যসুত্র জনসংযোগ দপ্তর লিখছেন যা সঠিক নয় বলে জানিয়েছে জনসংযোগ দপ্তর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল সম্ভব্য আগামীকাল বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার পরে প্রকাশ করা হবে; এমন একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যেমে অনেক পেইজে, গ্রুপে, টাইমলাইনে পোস্ট দিতে দেখা যায়।



উক্ত পোস্টগুলোতে তথ্যসূত্র হিসাবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর উল্লেখ করতে দেখা গেছে। এমন একটি পোস্টে কমেন্ট করেছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম। তিনি পোস্টের কমেন্টে লিখেছেন, “জনসংযোগ দপ্তর থেকে ভর্তি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত কোন তথ্য জানানো হয়নি।”

তবে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে খুব শীঘ্রই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহান।



বিস্তারিত জানতে ভিজিট করুন www.admission.bsmrstu.edu.bd এই ওয়েবসাইটে।



দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds