বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিদেশি ছাত্রী সুমি শিং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যৌন নিপীড়নের মিথ্যা অপপ্রচার দাবি করে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
সুমি শিং অভিযোগ এনে বুধবার কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনি কৃষি বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী। তার আনিত অভিযোগের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ২টার দিকে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান বলেন, “হুমায়ুন কবির স্যার অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাদের সব ন্যায্য আন্দোলনসহ শিক্ষার্থীদের পাশে ছিলেন। কিন্তু একদল কুচক্রী মহল স্যারের বিরুদ্ধে কোনরকম প্রমাণাদি ছাড়া এসব কুৎসা রটাচ্ছে।”
এদিকে শিক্ষার্থী সুমি শিং জানান, ‘যৌন হয়রানির সব প্রমাণাদি রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয় যথাযথ বিচার আশা করছি।’
অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির বলেন, ‘সাবেক ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা হওয়ার পরে আমি তার বিপক্ষে দাঁড়াই এবং সর্বশেষ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চক্রকে হাতেনাতে ধরি এই সব মিলিয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দীন আহমেদ বলেন, ‘মেয়েটি আমার নিকট অভিযোগ পত্র দিয়েছে এবং তা বিশ্ববিদ্যালয় যৌন নিপিড়ন সেলে পাঠিয়ে দিয়েছি।’
দ্য ক্যাম্পাস টুডে।