বশেমুরবিপ্রবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে হুমাইরা-আশিকুর

বশেমুরবিপ্রবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে হুমাইরা-আশিকুর

বশেমুরবিপ্রবি টুডে


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সায়েন্স ক্লাবের নতুন কমিটি গঠন গঠন করা হয়েছে। এতে রসায়ন বিভাগের শিক্ষার্থী হুমাইরা শেখ সভাপতি এবং এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) এ কমিটি ঘোষণা করেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা নাসিরুদ্দিন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এফএমবি’র এস এম নেওয়াজ শরীফ, সিভিল বিভাগের দ্বীন বিশ্বাস মোনা ও ফরিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক এফএই বিভাগের জান্নাত আরা, সিভিল বিভাগের রাকিব চৌধুরী এবং এসিসিই বিভাগের মাহফুজুর রহমান। সাংগঠনিক সম্পাদক সিভিল বিয়াভগের সৌরভ পাল; সহ সাঙ্গগঠনিক সম্পাদক এগ্রিকালচার বিভাগের জসিম উদ্দিন ও ইটিই বিভাগের তানিম মিয়া। অর্থ সম্পাদক সিভিল বিভাগের এমরোজ আহমেদ; প্রচার সম্পাদক সাইকোলজির আবির, সহ-প্রচার সম্পাদক সিভিল বিভাগের রেজওয়ান কিবরিয়া; দপ্তর সম্পাদক সিভিল বিভাগের চন্দ্র রায়, সহ দপ্তর সম্পাদক এফএই বিভাগের কাজী তানিম শুভ; কম্পিউটার বিষয়ক সম্পাদক রসায়ন বিভাগের আন নাফি ইশতিয়াক তামিম; ইলেক্ট্রনিক্স বিষয়ক সম্পাদক ইইই বিভাগের হাসিবুল হাসান আসিক; কেমিকেল বিষয়ক সম্পাদক এসিসিই বিভাগের তুষার আহমেদ; কৃষি বিষয়ক সম্পাদক এলভিএম বিভাগের নুরুল ইসলাম; শিক্ষা বিষয়ক সম্পাদক বিজিই বিভাগের আকিল খান; ক্রীড়া বিষয়ক সম্পাদক সিভিল বিভাগের আশিকুর রহমান আসিফ; ছাত্রী বিষয়ক সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের জেসিকা জান্নাত চাঁদনী।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- এসিসিই বিভাগের মামুনার রশীদ, এগ্রিকালচার বিভাগের রোজেলিয়া রোজ, বিএমবি বিভাগের সাদ্দাম, এগ্রিকালচার বিভাগের সালাউদ্দিন জনি, আইআর বিভাগের রথীন্দ্রনাথ বাপ্পী।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে বশেমুরবিপ্রবি সায়েন্স ক্লাব যাত্রা শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment