মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন

বসন্তই বিশ্বের বাসনা: ইবি ভিসি

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৫৮ পিএম

রাকিব মিয়া রিফাত | ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, বাংলাদেশের সরকারি-বেসরকারি যে সকল বিশ্ববিদ্যালয় আছে, যারা বাঙালি সংস্কৃতি নিয়ে বিভিন্ন আয়োজন করে, এটাকে ধারণ করে এবং পরিপুষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত থাকে আমার মনে হয় তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যতম। তিনি বলেন, বসন্তই বিশ্বের বাসনা।

ভিসি বলেন, আমাদের পরিচয়, আমরা জাতিতে বাঙালি। বিশ্বের একমাত্র বাংলাদেশে ১২ মাসে নির্দিষ্ট ৬ ঋতুর উপস্থিতি ঘটে। হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েকটা বছর কখনও কখনও এ ঋতুর উপস্থিতির কিছুটা পরিবর্তন ঘটেছে।

তিনি বলেন, ৬ ঋতুর আন্দোলিত এ দেশ যাঁরা গড়ে দিয়ে গেছেন, এ গড়ার পিছনে যে আন্দোলন শুরু হয়েছিল, যে বীজ রোপিত হয়েছিল, কিংবা যে বীজের অঙ্কুরোদগম ঘটেছিল সেটা ছিল আমাদের ভাষা আন্দোলন। আজ সেই ভাষার মাস। এ ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বাংলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে, বসন্ত উৎসব ১৪২৯ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার পূর্বে প্রশাসন ভবন চত্বর হতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে সমবেত হয়।

বাংলা বিভাগের সভাপতি প্রফেসর গাজী মো: মাহবুব মুর্শিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূইয়া। অতিথি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন বসন্ত উৎসব উদযাপন কমিটির আহবায়ক বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার মুর্শেদ। সভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল ও রোজী আহমেদ।

এদিকে অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ইবির আয়োজনে বইমেলা শুরু হয়েছে। ক্যাম্পাসের বাংলা মঞ্চ চত্বরে ১৪ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বইমেলা খোলা থাকবে। এখানে ৫০টি স্টলে বই বিক্রয় হচ্ছে। আজ সকাল ১০ টায় ফিতা কেটে এ বইমেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এ বই মেলায় বিভিন্ন বিভাগ ও হল, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্টল বরাদ্দ নেয়া হয়েছে। এখানে বিভিন্ন লেখক এবং প্রকাশনীর বই পাওয়া যাচ্ছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today