শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন

বাঁধনের কেন্দ্রীয় কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০২২, ১১.২১ পিএম
বাঁধনের কেন্দ্রীয় কমিটি গঠন

মো. আমান উল্লাহ, বাকৃবিঃ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের কেন্দ্রীয় পরিষদের ২০২২-২৩ সালের নতুন কার্যকারী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাহিদুজ্জামান সভাপতি এবং বাকৃবির কৃষি অনুষদের চতুর্থ বষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান শরীফ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৭ জুন) বিকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বাঁধন কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২২ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

বাধঁনের বিদায়ী কার্যকারী কমিটির সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজের সঞ্চালনায় প্রধান দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন বাঁধনের কেন্দ্রীয় উপদেষ্টা ড. কামরুজ্জামান মিলন এবং রকিব আহমেদসহ বিভিন্ন জোন এবং ইউনিটের বাঁধন কর্মী।

নতুন কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি রংপুর সরকারি কলেজের সামিয়া সালমা এবং সরকারি তিতুমীর কলেজের (ঢাকা) মো. এনামুল হাসান, সহ-সাধারণ সম্পাদক সরকারি এম এম কলেজের (যশোর) মো. আরিফুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গরিনগর বিশ্ববিদ্যিালয়ের মো. জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম সৌরভ, কোষাধ্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুন মিয়া, দপ্তর সম্পাদক পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. মোবাশ্বের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মো. নাসির উদ্দিন, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. জহিরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩০ জন শিক্ষার্থী কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today