বাংলাদেশকে টিকা হস্তান্তর করল ভারত
ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনাভাইরাস মহামারি প্রতিরোধে উপহার হিসেবে অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে হস্তান্তর করেছে প্রতিবেশি রাষ্ট্র ভারত।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এ টিকা হস্তান্তর করেন।
প্রতিবেশি রাষ্ট্র ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করেন।
টিকা হস্তান্তরের সময় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।