ক্যাম্পাস টুডে ডেস্ক
বাংলাদেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার রেকর্ড। আক্রান্তের সংখ্যায় হঠাৎ করে উল্লম্ফন হয়েছে।
২৪ ঘন্টায় অর্থাৎ একদিনে আক্রান্ত হয়েছেন ১৮ জন, যা এখন পর্যন্ত বাংলাদেশে একদিনে আক্রান্ত হওয়া সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি। নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ জনের।
এর আগে দেশে ২৪ ঘন্টায় অর্থাৎ একদিনে সবচেয়ে বেশি ৯ জন আক্রান্ত হয়েছিলেন। করোনা ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা সংখ্যা বাড়ানোর পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
বাংলাদেশের কর্তৃপক্ষ ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায়। দেশে এখন পর্যন্ত ২৮ দিনে নিশ্চিত করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা হয়েছে ৮৮ জন।
বাংলাদেশে গত ১৮ই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।