ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪২৭

ক্যাম্পাস টুডে ডেস্ক


যেখানে সূর্য উদয় হওয়ার সাথে সাথে ছায়ানটের উদিচি গোষ্ঠী এবং  ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বিভিন্ন চিত্র প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় বাংলা নববর্ষের শুরু সেখানে এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৭।

করোনার থাবায় কেড়ে নিল বাঙালির শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। এবারের নববর্ষে নেই কোন উত্সব নেই কোন আনন্দ। আর আনন্দ উপভোগের জন্য যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডিজিটাল পদ্ধতিতে বাংলা নববর্ষ উদযাপন করতে কিন্তু সেই অনাবিল আনন্দ উপভোগের মিছিল কি ঘরে বসে পাওয়া সম্ভব?

যেখানে নববর্ষের আগে বাজারে ইলিশের চাহিদা মেটাতে আমরা হিমশিম খাই সেখানে এবার যেন ভিন্ন প্রেক্ষাপট। যে বাঙালি পান্তা ইলিশ সহ নানা ধরনের সুস্বাদু খাবারের জন্য ঘরে তৈরি হয় বিভিন্ন ধরনের রেসিপি সেখানেও ভিন্নতা।

তাই এক কথায় বলা যায় এবারের নববর্ষ যেন অনাহারে থাকার মতো। যেখানে অসহায় মানুষ খুধার যন্ত্রনায় করছে খাবারের সাথে নিয়মিত যুদ্ধ।

তাইতো দেশের এই ক্রান্তিলগ্নে নববর্ষ উদযাপন না করে করোনা মোকাবিলা করতে ঘরে থাকা এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন বিশিষ্ট জনেরা।

Scroll to Top