বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন

বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল

  • আপডেট টাইম রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১১.৫৬ পিএম
বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, 'কাঁচা বাদাম' গান ভাইরাল

ক্যাম্পাস টুডে ডেস্কঃ সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে “কাঁচা বাদাম” একটি গান ভাইরাল হয়েছে। গানটি একজন বাদাম ফেরিওয়ালার। গ্রামে সাইকেল নিয়ে তাকে ঘুরতে দেখা যায়। কাঁচা বাদাম গানটিতে ছন্দে ছন্দে বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে কাঁচা বাদাম লেনদেনের কথা বলা হয়েছে।

ভাইরাল কাঁচা বাদাম গানেরর ভিডীওতে শুনতে ও দেখা যায়, তিনি বিভিন্ন বাড়ি থেকে মোবাইলের কেসিং বা সিটি গোল্ড এর পুরাতন গহনার পরিবর্তে টাকা অথবা কাঁচা বাদাম বিক্রি করছেন।

ওই ভিডিওতে আরও শুনতে ও দেখা যায়, যারা তার কাছে কোনো কিছু বিনিময় করতে যাচ্ছেন তখন ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলছেন, তার কাছে কোনো ‘ভাজা বাদাম’ পাওয়া যায় না। তিনি শুধু কাঁচা বাদামের বিনিময়ে বিভিন্ন জিনিস নিয়ে থাকেন। কাঁচা বাদাম যেন তার কাছে জরুরি বার্তা। সাধারণ ভাজা বাদাম ফেরি করে থাকেন সবাই। সেখানে তিনি কাঁচা বাদাম বিক্রি করছেন।

ভাইরাল কাঁচা বাদাম গানটির কথা অনেকটা এমন-
‘হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন
দিয়ে যাবেন। আজি সমান সমান বাদাম পাবেন
বাদাম বাদাম দাদা বাদাম বাদাম,
বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আছে কাঁচা বাদাম…

হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন
দিয়ে যাবেন। আজি সমান সমান বাদাম পাবেন
বাদাম বাদাম দাদা বাদাম বাদাম,
বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আছে কাচাচাচাচাচাচাচাচাচাচাচাচাচাচাচাচাচাচা বাদাম।”

গানটির রচয়িতা কে এবং সুরকারই বা কে আর কী সেই ফেরিওয়ালার নাম-পরিচয় তা এখনো জানা যায়নি।

আমরা হলাম ভাইরাল প্রিয় জাতি এবং যেকোনো ধরনের গান ভালো হলে আমরা সেটা শুনতে পছন্দ করি এবং অন্যান্য বন্ধুবান্ধবকে সেটা শোনাতে পছন্দ করি। তাই দুই দিন আগে একজন ফেরিওয়ালার কাছে একটি গান শোনা যায় এবং এই গানটি তার ব্যবসার উদ্দেশ্যে তিনি নিজের মতো করে তৈরি করেছেন। তবে গানটির টিউন এবং লিরিক এতটাই মিষ্টি এবং মধুর যে অনেকেই এই গানটিকে ভালোবেসে ফেলেছেন এবং গানটি খুবই শেয়ার হচ্ছে এবং ভাইরাল হচ্ছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today