রবিবার, ১১ জুন ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন

‘বালিশকাণ্ডের মতো কলঙ্কজনক কাজ যেন পুনরাবৃত্তি না হয়’

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ৮.২৮ পিএম

জাতীয় টুডেঃ বালিশকাণ্ডের মতো কলঙ্কজনক কাজ যেন তার উন্নয়নমূলক কাজের মধ্যে পুনরাবৃত্তি না হয় এ বিষয়ে সতর্ক করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান।

আজ শনিবার সিলেট সদরে সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি সম্পর্কে বার্তা দিয়ে এ মন্তব্য করেন তিনি।

ক্রয়ের সঙ্গে জড়িত সবাইকে কেনাকাটা ও খরচে হিসাবি হওয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, “সব মানুষ দেখে ও বোঝে। তারা আমাদের পিঠে দাঁড়িয়ে আছে। এটা মনে রেখে আমাদের ব্যয় করতে হবে।”

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন,”সরকার উন্মুখ হয়ে, রেডি হয়ে বসে আছে। সরকারকে বেশি তদবির করার প্রয়োজন হবে না। ভালো প্রকল্প নিয়ে আসবেন, বুঝিয়ে বলবেন, আপনাদের প্রকল্প দ্রুত পাস করা হবে। টাকার অবস্থা আমাদের খুব ভালো। টাকারও সংস্থান করতে পারব।”

“শর্ত শুধু একটাই, এই টাকাকে যথাযথভাবে ব্যয় করতে হবে। প্রতিটি টাকার হিসাব সংরক্ষণ করতে হবে। অডিট নিরীক্ষা করতে হবে। এটা জনগণের টাকা, সার্বিকভাবে এটা মাথায় রাখতে হবে। এই টাকার মালিক বাংলাদেশের সব মানুষ। এই টাকার হিসাব বাংলাদেশের মানুষের সামনে দিতে হবে।”

দ্য ক্যাম্পাস টুডে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today