বাড়ছে না সাধারণ ছুটি, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ১৫ জুন পর্যন্ত

ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনা পরিস্থিতিতে প্রায় দু’মাস ধরে চলা অঘোষিত লকডাউন আর না বাড়িয়ে আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস চালুর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

তবে, এমতাবস্থায় সরকার কিছু শর্ত জুড়ে দিয়েছে । এই অবস্থায় শর্তসাপেক্ষে সরকারি-বেসরকারি অফিস-আদালত এবং শিল্প-কলকারখানা খোলা যাবে।

অন্যদিকে দেশের স্কুল-কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে, এ সময়ে স্কুল-কলেজে অনলাইনে পাঠদান ও দূরশিক্ষণ চালু রাখা যাবে। গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও ট্রেন চলাচলও সীমিত আকারে শুরু করা যাবে।

বৃহস্পতিবার (৩১ মে) এক মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক আদেশে এই তথ্য হয়েছে।

Scroll to Top