ছাত্রদের থেকে বাড়ি ভাড়া নেবেন না গোপালগঞ্জের আনিসুর রহমান

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,
বশেমুরবিপ্রবি: শিক্ষার্থীদের কাছে বাড়িভাড়া নেবেন না আনিসুর রহমান ফকির

বশেমুরবিপ্রবি টুডে


করোনা ভাইরাসের তাণ্ডবে স্থবির পুরো দেশ। সারাদেশে চলছে অঘোষিত লকডাউন । এই ভাইরাস জনিত সঙ্কটে বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সেই সাথে বন্ধ রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি)। মানবিক বিবেচনায় বাসা ভাড়া অর্ধেক বা সম্পূর্ণ বাতিলের কথা বলছে সম্পূর্ণ অনাবাসিক বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এছাড়াও বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিত করার নিয়ম থাকলেও গত ১০ বছরে মাত্র ১৬ শতাংশ শিক্ষার্থীকে আবাসন সুবিধা দিয়েছে বশেমুরবিপ্রবি। ফলশ্রুতিতে প্রায় ৮৪ শতাংশ শিক্ষার্থীকেভাড়া বাসায় থেকেই পড়ালেখা চালিয়ে নিতে হয়।

তাছাড়া বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের একটা বড়অংশই টিউশনির টাকায় বাসা ভাড়া দেন। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এসকল শিক্ষার্থীদের টিউশন বন্ধ থাকায় মেসভাড়া কোথা থেকে তারা জোগাড় করবে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যার কথা চিন্তা করেই করোনার সময়টাতে বাসা ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন গোপালগঞ্জের চরপাথালিয়ার বাড়ির মালিক আনিসুর রহমান ফকির।

বাড়ির মালিক আনিসুর রহমান ফকির বলেন, ‘‘আমার বাসায় ৬ জন ছাত্র থাকে। প্রায় সকলেই টিউশন করিয়ে নিজেদের পড়ালেখার খরচ বহন করে। কিন্তু বর্তমানে তাদের টিউশন বন্ধ, ফলে তাদে আয় বন্ধ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন এধরনের (করোনা ভাইরাসে সৃষ্ট) পরিস্থিতি চলবে তাদের কাছ থেকে বাড়ি ভাড়া নিবো না।’’

তিনি আরও বলেন, ‘ছাত্ররা না থাকলেওতো আমি চলতাম আর এইসময়ে তাদের পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে নিজের দায়িত্ব মনে হয়েছে।’’

বাসা ভাড়াটিয়া বশেমুরবিপ্রবির রসায়ন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাবুব হোসেন বলেন, ‘‘আমরা মেসে যারা থাকি প্রায় সকলেই টিউশন করে নিজেদের পড়ালেখার খরচ বহন করি। করোনা ভাইরাসের কারণে এখন আমাদের টিউশন বন্ধ, তাই বাসা ভাড়া নিয়ে অনেক চিন্তিত ছিলাম। বাসা ভাড়া মওকুফ করায় সত্যিই আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা বাড়ির মালিকের নিকট চিরকৃতজ্ঞ।’’

এসময় তিনি অন্যান্য বাড়িওয়ালাদেরও বাড়িভাড়ার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানান ।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet