সারাদেশ
প্রাইভেট শেষে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় শাম্মি আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী চাঁদের গাড়ির চাপায় নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা বেতবুনিয়া ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাম্মি বেতবুনিয়া ইউনিয়নের গজালিয়া পাড়ার আয়ুব আলী খানের মেয়ে। সে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী।
নিহত শাম্মির দুলাভাই ওমর ফারুক বলেন, “বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ডাক বাংলো এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি চাঁদের গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শাম্মি মারা যায়। তার বান্ধবী সাথী গুরুত্বর আহত হয়। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”
নিহতের বিষয়টি নিশ্চিত করেন বেতবুনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মনিরুজ্জামান। তিনি জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় চাঁদের গাড়িটি জব্দ করা হয়েছে।”
সংবাদটি শেয়ার করুন