মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছিল বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগ এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগ।
বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে শহীদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন তারা৷ এসময় বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক আশিক হাসানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পরে বিজয় দিবস ও বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন সাধারণ সম্পাদক আশিক হাসান।
এরপর জাতীয় স্মৃতিসৌধে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করেছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগ।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন
সংবাদটি শেয়ার করুন