সুপর্না রহমান, গবি প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে গবিসাস সহ-সভাপতি রকিবুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। পরে সৌধের মুক্তমঞ্চের নিকটে উঠান বৈঠক করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন গবিসাস সাবেক সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলাম সিহাব, সাবেক সভাপতি রিফাত মেহেদী প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গবিসাস ৮ম কার্যনির্বাহী পরিষদের মেয়াদকাল সম্পন্ন হয়৷