সোমবার, ০৫ জুন ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন

বিপিএলে প্রথমবার মোস্তাফিজের ঝুলিতে ৫ উইকেট

  • আপডেট টাইম শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ১.১৩ এএম
বিপিএলে প্রথমবার মোস্তাফিজের ঝুলিতে ৫ উইকেট

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই ধারাবাহিক মোস্তাফিজুর রহমান। তবে আসরে কখনোই ৫ উইকেট ছিল না তার। অবশেষে কাটার মাস্টারের অপেক্ষা ফুরোল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বৃহস্পতিবার ৫ উইকেট শিকার করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজ। যা তার বিপিএল ক্যারিয়ারে প্রথম। সেই সঙ্গে চলতি বিপিএলেও প্রথম ৫ উইকেট শিকারের নাজির এটি। এদিন ২৭ রান খরচায় ৫ উইকেট নেন মোস্তাফিজ। বিপিএলে তার আগের সেরা বোলিং ছিল ১০ রানে ৩ উইকেট।

তবে বিপিএলে প্রথম হলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার পাঁচ উইকেট পেলেন ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

আরেকবার পাঁচ উইকেট নেন ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। দুবারই ২২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশিবার টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে মোস্তাফিজ। ৪ চার পাঁচ উইকেট নিয়ে শীর্ষে সাকিব আল হাসান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মোস্তাফিজের ৫ উইকেট শিকারের ম্যাচটা বৃষ্টি আইনে ৯ উইকেটে জিতেছে কুমিল্লা। সুবাদে বিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষেও ফিরেছে তারা।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today