শনিবার, ১০ জুন ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন

বিভাগ চাইলে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারে: বশেমুরবিপ্রবি উপাচার্য

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১২.৪০ এএম
উপাচার্য ড. একিউএম মাহবুব

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিভাগগুলো চাইলে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যেকোনো বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে উপাচার্য ড. একিউএম মাহবুব ৷ বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান তিনি ৷

তিনি বলেন, ‘কোনো বিভাগ চাইলে স্বাস্থ্যবিধি মেনে যেকোনো বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়া যাবে। তবে, এক্ষেত্রে ভ্যাকসিন সনদ বিভাগে জমা দিতে হবে৷’। তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে বলে জানান তিনি ৷

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি আবাসিক হল সমূহ খোলা রেখে অনলাইনে ক্লাস চলমান রাখা হয় ৷ ঐসময় চলমান পরীক্ষা ছাড়া নতুন সকল পরীক্ষা কার্যক্রম ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করে বশেমুরবিপ্রবি প্রশাসন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today